Khoborerchokh logo

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ নসিমন গাড়ি উল্টে প্রাণ গেল গরু ব্যবসায়ীর । 662 0

Khoborerchokh logo

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ নসিমন গাড়ি উল্টে প্রাণ গেল গরু ব্যবসায়ীর ।


  কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক 
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ নসিমন গাড়িতে গরু নিয়ে যাবার সময় গাড়ী উল্টে গিয়ে নীচে চাপা পড়ে গরু ব্যবসায়ী নিহত হবার ঘটনা ঘটেছে। 
৩ মার্চ সকাল ১১ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা দোপের পাড়া দরবেশপুর গ্রামে সুবোধ মাষ্টারের বাড়ির সামনে নসিমন গাড়িতে গরু নিয়ে যাবার সময় গাড়ী উল্টে খাদে পড়ে যায়। এসময় গাড়ীর নীচে চাপা পড়ে গরু ব্যবসায়ী নজরুল (৪০) ঘটনাস্থলে মারা যায়। গাড়ী উল্টে খাদে পড়ে যাবার সংবাদ পেয়ে তাতক্ষনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় গরু ব্যবসায়ী মৃত নজরুলের নিকট থেকে নগদ অর্থ পাওয়া যায়। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ লাশ ও নগদ অর্থ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন।
এদিকে একাধিক এলাকাবাসী জানান সুবোধ মাষ্টারের পরিবারের লোকজন রোডের উপর গরুর গোবর দিয়ে রাখার কারনে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com